Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

ডাকলেও রাজভবনে যাব না, রাজ্যপালের পাশে বসাও পাপ, 'শ্লীলতাহানি' নিয়ে একি বললেন মমতা

i wont go to raj bhavan cant sit beside governor

BB News Desk- 

রাজভবনে গিয়ে আর রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করব না। রাস্তায় দেখা করব। যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি, তাতে আপনার পাশে বসাটাও পাপ। রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী কর্মচারীকে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে, তা নিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শনিবার হুগলির সপ্তগ্রামের জনসভা থেকে হাতজোড় করে মমতা বলেন, 'বাবারে, আমায় এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই। আমায় রাস্তায় ডাকলে যাব। রাজ্যপালের কথা বলতে হলে আমায় রাস্তায় ডাকবেন। আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি-কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ।'

রাজভবনের দেখানো সিসিটিভি ফুটেজ নিয়ে তোপ মমতার

মমতা দাবি করেন যে রাজ্যপালের ইস্তফা দেওয়া উচিত। সেইসঙ্গে রাজভবনের তরফে যে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা হয়েছে, তা বিকৃত করা হয়েছে বলেও অভিযোগ করেন মমতা। রীতিমতো আক্রমণাত্মক সুরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো বলেন, ‘মহিলাদের উপর অত্যাচার করার কে আপনি? কাল নাকি প্রেসকে ডেকেছিলেন। পুরোটা দেখিয়েছেন? পুরোটা দেখিয়েছেন কি? আমি জিজ্ঞাসা করছি প্রেসকে।'

মুখ্যমন্ত্রী দাবি করছেন যে, তাঁর কাছে নাকি সম্পূর্ণ সিসিটিভি ফুটেজ আছে। একটি সংবাদমাধ্যমের থেকেই সেই ভিডিয়ো পেয়েছেন বলে দাবি করেন করছেন তিনি। তিনি আরও বলেছেন যে, ‘যেটা এডিট করেছেন, সেটাও আছে। এখন তো সব (সিসিটিভি ফুটেজ) বের হয়নি। আরও একটা ভিডিয়ো আমি পেলাম - পেনড্রাইভ। আরও কীর্তি-কেলেঙ্কারি। কীর্তির পর কীর্তির। কেলেঙ্কারির পর কেলেঙ্কারি। (হাতজোড় করে) বাবারে, আমায় এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না। রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই।’

সিসিটিভি ফুটেজ দেখিয়েছে রাজভবন

তাঁর বিরুদ্ধে যে শ্লীলতাহানির যে অভিযোগ উঠেছে, রাজ্যপাল সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ।  মমতা এবং পুলিশ ছাড়া যে কোনও সাধারন মানুষ সেই ভিডিয়ো দেখতে পারবেন বলে জানানো হযেছে। রাজভবনের তরফে দাবি করা হয়, যেদিন রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন যুবতী, সেদিন বিকেলের দৃশ্য প্রকাশ করা হয়েছে। এক ঘণ্টা নয় মিনিটের ফুটেজে তাঁকে দু'বার দেখা গিয়েছে।

তবে তাঁকে যেখানে শ্লীলতাহানির মুখে পড়তে হয়েছিল বলে যুবতী অভিযোগ করেছেন, সেই রাজভবনের কনফারেন্স রুমের কোনও ভিডিয়ো প্রকাশ করা হয়নি। তারইমধ্যে যুবতী প্রশ্ন তুলেছেন যে কেন তাঁর ছবি প্রকাশ্যে আনা হল? রাজ্যপাল অপরাধ করেছিলেন। তাঁর ছবি জনসমক্ষে প্রকাশ করে আবারও একটা অপরাধ করলেন।

আরও পড়ুন- ভোটের মুখে দেশে হিন্দু কমার রিপোর্ট আরএসএস- বিজেপির মেরুকরণের জন্য অপপ্রচার 


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ