BB NEWS DESK:-
প্রকাশিত হল মাধ্যমিকের ফলাফল। এবছর মাধ্যমিকে প্রথম হয়েছে কোচবিহার রামভোলা হাইস্কুলের ছাত্র চন্দ্রচূড় সেন। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩। বৃহস্পতিবার সকালে টিভিতে তার নিজস্ব ফলাফল দেখে সে আপ্লুত। ভবিষ্যতে মেডিকেল নিয়ে পড়াশোনা করতে চায় চন্দ্রচূড়। এদিন সকালে এবারের মাধ্যমিক পরীক্ষার্থী চন্দ্রচূড় সেন কে সংবর্ধনা দিতে তার বাড়িতে পৌঁছে গেলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়।
দেখুন সেই ভিডিও
একনজরে স্থানাধিকারীরা:
- দ্বিতীয় পুরুলিয়া জেলা স্কুলের সাম্যপ্রিয় গুরু, তার প্রাপ্ত নম্বর ৬৯২
- মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে রয়েছে ৩ জন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের উদয়ন প্রসাদ, বীরভূমের ইলামবাজারের নিউ
- ইন্টিগ্রেটেড গভর্নমেন্ট হাইস্কুলের পুষ্পিতা বাঁশুরি এবং দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন স্কুলের নৈঋতরঞ্জন পাল
- চতুর্থ হয়েছে হুগলির কামারপুকুর রামকৃষ্ণ মিশন হাইস্কুলের তপোজ্যোতি মণ্ডল, তার প্রাপ্ত নম্বর ৬৯০
- ৬৮৯ নম্বর পেয়ে মেধা তালিকায় পঞ্চম স্থানে রয়েছে পূর্ব বর্ধমানের পারুলডাঙা নসরতপুর হাইস্কুলের ছাত্র অর্ঘ্যদীপ বসাক
- দশম স্থানে রয়েছে ১৮ জন। এর মধ্যে রয়েছে কলকাতার কমলা গার্লস হাইস্কুলের সোমদত্তা সামন্ত ও বরানগর রামকৃষ্ণ আশ্রম হাইস্কুলের প্রাঞ্জল গঙ্গোপাধ্যায়। প্রাপ্ত নম্বর ৬৯৪।
আরও পড়ুন- ম্যানেজমেন্ট নিযুক্ত শিক্ষকদের কফিনে শেষ পেরেক পড়ে গেল বলেই আইনজীবীদের অভিমত |
0 মন্তব্যসমূহ