Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

মঙ্গল গ্রহে কেন পরমাণু বোমা ফেলতে চেয়েছিলেন মাস্ক? জানলে অবাক হবেন

 মঙ্গল গ্রহে কেন পরমাণু বোমা ফেলতে চেয়েছিলেন মাস্ক? জানলে অবাক হবেন

Musk want to drop atomic bombs on Mars

বিবি নিউজ ডেস্ক:

মহাকাশ নিয়ে মানুষের কৌতূহলের অন্ত নেই। পৃথিবীর বাইরে অন্য কোথাও প্রাণ আছে কি না, তা জানতে যুগের পর যুগ গবেষেণা করছেন বিভিন্ন দেশের বিজ্ঞানীরা।

প্রাণের সন্ধান ছাড়াও পৃথিবী ভিন্ন অন্য কোনো গ্রহকে মানুষের বাসযোগ্য করা যায় কি না, সেটা নিয়েও পরীক্ষা-নিরীক্ষা করছেন তারা। এক্ষেত্রে পরীক্ষাকেন্দ্র হিসেবে সব সময় এগিয়ে পৃথিবীর প্রতিবেশী গ্রহ মঙ্গল।

এমনকি লাল বর্ণের এই গ্রহকে বাসযোগ্য করতে সেখানে পারমাণবিক বোমা পর্যন্ত ফেলতে চেয়েছিলেন মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘স্পেস এক্স’-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক।

ইলন মাস্কের মঙ্গল-প্রীতি অনেক পুরোনো। অনেক দিন ধরে লালচে এই গ্রহে মানব বসতি গড়ার স্বপ্ন দেখছে তার প্রতিষ্ঠান স্পেস এক্স। জারি রেখেছে বিস্তর গবেষণাকর্ম। সেটা আবার যেন-তেন কোনো গবেষণা নয়।

তবে ২০১৫ সালে স্পেস এক্সের মালিক মাস্ক যে প্রস্তাব দেন তাতে চমকে ওঠেন বিশ্ববাসী। তিনি বলেন, তিনি মঙ্গল গ্রহে পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাতে চান। তা-ও আবার একটি কিংবা দুটি নয়, একাধিক পরমাণু বোমার বিস্ফোরণ ঘটাতে চান তিনি।

২০১৫ সালে একটি টিভি প্রোগ্রামে এসে এমন ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন মাস্ক। এমনকি পরবর্তী সময়ে আরও বেশ কয়েকবার এই প্রস্তাব পুনর্ব্যক্ত করেছিলেন তিনি। এখন প্রশ্ন হলো কেন এমনটা চেয়েছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিটি।

আরও পড়ুন- আমেরিকার পর দক্ষিণ আফ্রিকা বিদেশের মাটিতে খুন বাংলদেশি যুবক!

পৃথিবীর প্রতিবেশী গৃহ হলেও মঙ্গলের তাপমাত্রা সাধারণত ২০ থেকে মাইনাস ২০০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করে। এমনকি দেখতে লাল বর্ণের হলেও গ্রহটি বেশ শীতল। সূর্য থেকে অনেক বেশি দূরে অবস্থিত হওয়ায় এমন তাপমাত্রা বিরাজ করে মঙ্গলে।

মাস্কের দাবি, মঙ্গল গ্রহে যদি পরমাণু বোমার একাধিক বিস্ফোরণ ঘটানো যায়, তাহলে সেখানকার তাপমাত্রা অনেক বেড়ে যাবে। আর যদি এমনটা করা যায় তাহলে মঙ্গল গ্রহকে আরও দ্রুত মানুষের বাসযোগ্য করে তোলা যাবে।

তবে মাস্কের এমন প্রস্তাবে সংশয় প্রকাশ করেছেন আন্তর্জাতিক বিজ্ঞানী মহলের একটি অংশ। তারা পাল্টা যুক্তি দিয়ে বলছেন, মাস্কের পরিকল্পনা অনুযায়ী যদি পরমাণু বিস্ফোরণ ঘটানো হয় তাহলে হিতে বিপরীত হতে পারে। বিস্ফোরণের কারণে সৃষ্ট ধূলিকণায় ছেয়ে যেতে পারে মঙ্গলের আকাশ। ফলে সূর্য থেকে আসা আলো সেখানে বাধাপ্রাপ্ত হতে পারে। এর ফলে মঙ্গলের তাপমাত্রা আরও কমে যেতে পারে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ