Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

আমতায় এস ইউ সি আই (সি) দলের প্রার্থী নিখিল বেরা'র সমর্থনে মিছিল ও পথসভা।

suci and cpim


আমতা:হাওড়া:-* গ্রীষ্মের তীব্র দাবদাহের সঙ্গে পাল্লা দিয়ে লোকসভা ভোটের প্রচার‌ও গরম হয়ে উঠেছে।সব দল‌ই জোর কদমে প্রচারকাজ চালিয়ে যাচ্ছে।আজ উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের এস ইউ সি আই (সি) দলের প্রার্থী নিখিল বেরা'র সমর্থনে এক মিছিল ও পথসভা আয়োজিত হল আমতা বাজারে। আমতা কলাতলা মোড় থেকে শুরু করে এই মিছিল আমতা বাসস্ট্যান্ড,সিনেমাতলা,থানা মোড় হয়ে আমতা কলেজ মোড় পর্যন্ত পথ পরিক্রমা হয়। মিছিলের পাশাপাশি পথসভায় বক্তব্য রাখেন দলের প্রার্থী নিখিল বেরা, হাওড়া গ্রামীণ জেলার সম্পাদিকা মিনতি সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দ।এই পথসভায় বক্তব্য দিতে গিয়ে শ্রমিক নেতা ও দলের প্রার্থী নিখিল বাবু বলেন যে,"নির্বাচনের মাধ্যমে নেতা ঠিক করে জনগণ যাদের লোকসভায় পাঠায় তারা জনগণের সমস্যা কতটুকু সমাধান করেন। দেশের বৃহৎ শিল্পপতি-পূজিঁপতিদের টাকাই পরিচালিত বিজেপি, কংগ্রেস, তৃণমূলের মতো দলের নেতারা জয়ী হবার পর শিল্পপতিদের সুবিধা করে দিতেই একের পর এক জনবিরোধী নীতি নিয়ে আসে।তাই শিক্ষা স্বাস্থ্যের বেসরকারীকরণ হয়,রেল বিদ্যুতের মতো নিত্যপ্রয়োজনীয় পরিষেবা গুলো জলের দরে ব্যবসায়ীদের লাভের মৃগয়া ক্ষেত্রে পরিণত করছে।এর বিরুদ্ধে এস ইউ সি আই (সি) দল লাগাতার লড়াই আন্দোলন করতে করতেই এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে।তাই গণ‌আন্দোলনকে শক্তিশালী করতে এই দলের প্রার্থীদের ভোট দিয়ে জয়ী করে লোকসভার অভ্যন্তরে আন্দোলনের কণ্ঠ পৌঁছে দেওয়ার আহ্বান করছি।


  বিদ্যুতে স্মার্ট মিটার চালু করা চলবে না, জাতীয় শিক্ষানীতি-২০২০ বাতিল করতে হবে, রাজ্যে ৮২০৭ টি সরকারী স্কুল তুলে দেওয়া চলবে না, জীবনদায়ী আট শতাধিক ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে স্লোগানে মুখরিত এই মিছিল থেকে গণ আন্দোলনের কণ্ঠ শক্তিশালী করতে ভোট দেওয়ার আহ্বান করা হয়। পাশাপাশি জনবিরোধী নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ ও  ছাত্র যুবকদের কাছে আন্দোলনে সামিল হবার আহ্বান জানিয়েছেন দলের সকল বক্তারা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ