Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে স্পেন

জুলাইয়ের মধ্যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিচ্ছে স্পেন

Spain will recognize an independent Palestinian

বিবি নিউজ ডেস্ক: 

জুলাই মাসের মধ্যেই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ইউরোপের দেশ স্পেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের বরাত দিয়ে দেশটির গণমাধ্যম জানিয়েছে এই তথ্য। মঙ্গলবার (২ এপ্রিল) এমনটা জানায় রয়টার্সও।

স্পেনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইএফই জানায়, মধ্যপ্রাচ্য সফররত স্প্যানিশ প্রধানমন্ত্রী জর্ডানের আম্মানে এক বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার এই সময়সীমার কথা জানান। বলেন, এরইমধ্যে শুরু হয়েছে প্রক্রিয়া। এই সফরে কাতার ও সৌদি আরবও যাবেন সানচেজ।

এর আগে, গত ২২ মার্চ ইউরোপের চার দেশ স্পেন, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া ও মাল্টা জানায়– তাদের দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রস্তুত। তারা বলে, যুদ্ধকবলিত এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তা নিশ্চিতের একমাত্র উপায় এটি।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরেও স্পেনে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আরব দেশগুলোর নেতাদের বৈঠকের সময় উভয় পক্ষই সম্মত হয়েছিল, ফিলিস্তিন-ইসরায়েল দ্বিরাষ্ট্রীয় সমাধানই চলমান সংকট মোকাবেলার একমাত্র উপায়।

আরও পড়ুন- প্লাস্টিকের ব্যাগে মহিলার কাটা মা*থা ও হাত! কলকাতার পরিত্যক্ত এলাকায় ঘটল এই ঘটনা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ