Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

BJP রোজ সেলাম ঠোকে, ইতিহাস ক্ষমা করবে না

mamta vs modi


BB NEWS DESK-

লোকসভা নির্বাচনের মুখে বিরোধীদের সমান জায়গা দেওয়া হচ্ছে না বলে লাগাতার অভিযোগ তুলছেন বিরোধীরা। সেই আবহে এবার সরাসরি নির্বাচন কমিশনকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানালেন, কমিশনের কাছে নিরপেক্ষ অবস্থান আশা করেন সকলে। কিন্তু তা না হলে, দেশের গণতন্ত্র নষ্ট হলে, ইতিহাস কখনও ক্ষমা করবে না। (Election Commission)

রবিবার পুরুলিয়ায় শান্তি মাহাতর প্রচারে জনসভা করেন মমতা। সেখান থেকেই নির্বাচন কমিশনকে নিশানা করেন মমতা। তিনি বলেন, "নির্বাচন কমিশনকে সেলাম জানাচ্ছি আমি। বিজেপি রোজ সেলাম ঠোকে, আমি আগেই দিয়ে দিলাম। আমরা চাই আপনারা নিরপেক্ষ হয়ে কাজ করুন। যদি না করেন, দেশের গণতন্ত্র যদি ধ্বংস হয়ে যায়, কেউ ক্ষমা করবে না। আমরা দেশকে ভালবাসি। তাই এখনও মুখ খুলিনি। যখন খুলব, দেখবেন ৩২ পাটি পড়ে গিয়েছে।" (Lok Sabha Elections 2024)

ভূপতিনগরে NIA-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। NIA-BJP আঁতাত নিয়ে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে তারা। সেই আবহে এদিন ভূপতিনগরের প্রসঙ্গও টেনে আনেন মমতা। তিনি বলেন, "মধ্যরাতে মহিলারা ঘুমাচ্ছেন, সেখানে NIA-কে ঢুকিয়ে দিচ্ছে। গদ্দারের এলাকায়। আগে সিঙ্গুর এবং নন্দীগ্রামেও করেছে। মা, বোনেরা কী করে বুঝবে? প্রতিবাদ করল বলে ডায়েরি করেছে। আবার রামনবমী আসছে। একটা চকোলেট বোম পড়লেও NIA ঢুকিয়ে দেবে।"

নির্বাচনমুখী রাজ্যে NIA বেছে বেছে তৃণমূল নেতাদের খোঁজ নিচ্ছে বলেও এদিন অভিযোগ তোলেন মমতা। তিনি বলেন, "কোন হোটেলে, তৃণমূলের কে থাকছে, গিয়ে খোঁজ নিচ্ছে। তোমার কী? থাকবে কি তোমার মাথায়? এটা কি NIA-র কাজ? একদিকে NIA, অন্য দিকে CBI, BJP-র ভাই ভাই। আর ED, আয়কর হচ্ছে টাকা তোলার বাক্স। আমাদের আছে লক্ষ্মীর ভাণ্ডার, ওদের ED-র ভাণ্ডার। বলছে BJP করতে হবে। কেন BJP করবে? একটা দানবীয় সরকার, অশুভ সরকার, অনাচারের সরকার।"

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে এদিন প্রশ্ন তোলেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায়ও। অভিষেক জানান NIA এবং BJP-র মধ্যে যোগসাজশ রয়েছে। নির্বাচনী আচরণবিধি কার্যকর থাকাকালীন NIA এবং BJP মিলে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আর সব দেখেও কমিশন নির্বিকার, নীরব, নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করছে না বলে অভিযোগ তোলেন অভিষেক।

আরও পড়ুন- 'টাকা নাকি ঝুড়িতে করে আনতে গিয়ে, পড়ে গিয়েছে..', মমতার নিশানায় আবার মোদি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ