Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

'টাকা নাকি ঝুড়িতে করে আনতে গিয়ে, পড়ে গিয়েছে..', মমতার নিশানায় আবার মোদি

mamta vs modi

BB NEWS DESK-

সম্প্রতি রাজ্য়ে এসে দুর্নীতি থেকে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ (PM Modi and Amit Shah)। শনিবার জলপাইগুড়ির ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার সভা থেকে তারই পাল্টা জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। লোকসভা ভোটের নির্ঘণ্ট নিয়ে এদিন নির্বাচন কমিশনকেও নিশানা করেন তৃণমূলনেত্রী। 

তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, 'মোদির গ্যারান্টি হচ্ছে ফুটো ভাঁড়। মোদির গ্যারোন্টি জুমলার গ্যারেন্টি। বলেছিল ১৫ লক্ষ টাকা করে দেব। একটাকাও দেয়নি। টাকা নাকি ঝুড়িতে করে আনছিল, পড়ে গিয়েছে।'  ভোটের দিন যত এগিয়ে আসছে ততই চড়ছে বাগযুদ্ধের পারদ। শুক্রবার প্রথম দফায় জলপাইগুড়িতে নির্বাচন। শনিবার এই লোকসভা কেন্দ্রেরই অন্তর্গত ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার সভা থেকে বিজেপিকে তীব্র নিশানা করলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

সম্প্রতি রাজ্য়ে এসে দুর্নীতি থেকে ভূপতিনগর বিস্ফোরণকাণ্ড নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি  বলেন, এরা যতই ষড়যন্ত্র করুক, আমি আপনাদের গ্য়ারান্টি দিচ্ছি ৪ জুনের পর দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে তদন্ত আরও জোরালো হবে। দুর্নীতিগ্রস্তদের জেলে যাওয়া উচিত? তৃণমূলের দুর্নীতি বন্ধ হওয়া উচিত? এটা মোদির গ্য়ারান্টি। 

'কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী  অমিত শাহ বলেছিলেন, যারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছিল, তাদের জেলে যাওয়া উচিত, কি উচিত নয়? জোরে বলো, জেলে থাকা উচিত? কি উচিত নয়? মমতা দিদি NIA-র ওপর কেস রেজিস্টার করে, যারা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে তাদের বাঁচানোর চেষ্টা করছেন। মমতা দিদি, লজ্জা, লজ্জা। হাইকোর্ট NIA-কে তদন্তভার দিয়েছে। সবাইকে উল্টো করে সোজা করে দেবে।' পাল্টা জবাব মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, প্রধানমন্ত্রী বলছেন,'চুন চুন কে গ্রেফতার করেঙ্গে। আর স্বরাষ্ট্রমন্ত্রী এসে বলেছেন লটকা দেঙ্গে। আমরা বলি ঝটকা দেঙ্গে। বাংলায় এই সব কায়দা চলে না। আপনার কানুন আপনার কাছে রাখুন। এসব গুজরাত, উত্তরপ্রদেশ, রাজস্থানে চলে, কৃষকদের ওপর চলে। এখানে চলবে না।' লোকসভা ভোটের নির্ঘণ্ট নিয়ে এদিন নির্বাচন কমিশনকেও নিশানা করেন তৃণমূলনেত্রী। তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন,'তিন মাস ধরে ভোট। তিন মাস ধরে নির্বাচন হয় কখনও? 

তাহলে ভোটেই তো এক বছর চলে গেল। তাহলে কাজ হবে কী ভাবে? জলপাইগুড়িতে তৃণমূলের নির্মলচন্দ্র রায়ের লড়াই বিজেপির জয়ন্ত রায় ও সিপিএমের দেবরাজ বর্মনের সঙ্গে। আগামী শুক্রবারই এখানকার মানুষ ভোটের লাইনে দাঁড়াবেন। মানুষ কার পাশে, উত্তর মিলবে ৪ জুন।

আরও পড়ুন- ইরানের প্রত্যাঘাতের পরেই বিশ্ববাজারে তেলের দাম বৃদ্ধি

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ