বিবি নিউজ ডেস্ক:
কঙ্গনা রানাউত কয়েকবছর বিতর্কিত মন্তব্য ও কাজের জন্য সংবাদ শিরোনামে। তিনি বিজেপির কট্টর ভক্ত বলে প্রমাণ করতে যা খুশি তাই বলেন। কখনো তার সোস্যাল সাইট ব্যান করেও দিয়েছে বিভিন্ন কোম্পানি। এবার তিনি বিজেপির টিকিয়ে লোকসভা ভোটে লড়ছেন। এবার শিরোনামে গোমাংস প্রীতির কারণে।
২০১৯ সাল পর্যন্ত যতক্ষণ বিজেপি সংস্পর্শে ছিলেন না গোমাংস প্রীতি নিয়ে প্রমাণ পাওয়া যায়। সেই নিয়ে সোস্যাল সাইটে বিজেপিকে এক হাত নেন নেটিজেনদের একাংশ। তাদের বক্তব্য কঙ্গনা রানাউতের মতো গোমাংস প্রীতি মানুষকে বিজেপির টিকিট দেওয়া উচিত হয়নি।
এরই উত্তরে কঙ্গনা রানাউত প্রবল চাপে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সাফাই দেওয়ার চেষ্টা করেন। তিনি বলেন আমি লাল মাংস খাইনা। আমি নিরামিষভোজী ও গর্বিত হিন্দু। জয় শ্রী রাম।
এরপর নেটিজেন রা ২০১৯ সালের তার পোস্ট খুঁজে বার করে পোস্ট করে। তাতে কঙ্গনা রানাউত লিখেছিলেন গো মাংস খাওয়ায় কোনো ক্ষতি নেই। এরপর ধরা পড়ে অভিনেত্রী আর কিছু মন্তব্য করেননি। অনেক নেটিজেন লিখছেন। কঙ্গনা রানাউত আসলেই গোমাংস খেয়েছেন। এখন বিজেপির কাছে ভালো সাজতেই নিজেকে ধর্মপ্রাণ বলে প্রতিষ্ঠা করতে চাইছেন।
0 মন্তব্যসমূহ