Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

ঐতিহ্যবাহী বারুনী মেলা ও স্নান আজ থেকে শুরু হল জলপাইগুড়ির মোহিতনগর গৌড়ি হাটে

Jalpaiguri traditional Baruni fair and bathing

বিবি নিউজ ডেস্ক: - 

ঐতিহ্যবাহী বারুনী মেলা ও স্নান  আজ থেকে শুরু হল জলপাইগুড়ির মোহিতনগর গৌড়ি হাটে। এই মেলা চলবে আগামী সাত দিন ধরে। এ বছরে ৮২ তম বছরে পদার্পণ করলো এই বারুণী মেলা। 

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী বারুনি মেলা  আজ থেকে শুরু হল জলপাইগুড়ি মোহিতনগর গৌড়িহাট এ। প্রতি বছরের মত এই বছর ও বারুনী মেলা ও স্নান শুরু হলো। উত্তর বাহি করলা  নদীর তীরে বারুনী স্নান হয়ে থাকে। একে  কেন্দ্র করে বিশাল মেলার ও আয়োজন হয়।এবার সাত দিনব্যাপী বিশাল মেলার  আয়োজন করা হয়েছে।

যা প্রতি বছরই করা হয়। মূলত উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এই উত্তর মুখী করলা নদীতে স্নান করে পূণ্য অর্জন করে। এমনটাই দাবি করেন পূন্যার্থীরা। আজ থেকে মেলা শুরু হলো ।চলবে ১৪ই এপ্রিল পর্যন্ত।  তবে বারুণী স্নান আজ ও  আগামীকালই হবে।

এই স্নান  উত্তরবঙ্গের সবচেয়ে  ঐতিহ্যবাহী। আজকের এই স্নানে অসংখ্য পুন্যতীরা জেলা সহ জেলার বাইরে থেকে এসে স্নানে অংশগ্রহণ করে। এবং পরে চিরাচরিতভাবে চিড়া ও দই খায়।

আরও পড়ুন- অভিজাত আবাসনে দুই গোষ্ঠীর  সংঘর্ষে আহত কমপক্ষে ১৫ জন

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ