বিবি নিউজ ডেস্ক:-
গাজার পর এবার ইসরায়েল অধিকৃত ওয়েস্ট ব্যাংকে দুদিনের 'সন্ত্রাসদমন' অভিযানের নামে ১৪ জনকে মেরেছে আইডিএফ, দাবি প্যালেস্তাইন স্বাস্থ্য মন্ত্রণালয়ের।
আইডিএফের বক্তব্য, তারা ১০ জন সন্ত্রাসবাদীকে শেষ করেছে। আর ৮ জন 'ওয়ান্টেড' সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে।
ওয়েস্ট ব্যাঙ্কের অল-শমস শরণার্থী শিবিরের ছবিগুলো দেখলে গায়ে কাঁটা দিতে বাধ্য। শরণার্থী শিবির বলতে এখন সেখানে ইট-কাঠ-পাথরের চাঙর পড়ে রয়েছে, ইতিউতি উঁকিঝুঁকি দিচ্ছেন সন্ত্রস্ত মানুষ।
ওয়েস্ট ব্যাঙ্কে যাদের মৃত্যু হয়েছে, তাদের ৯ জনই এক পরিবারের সদস্য বলে খবর। শুধু তাই নয়। অভিযোগ, সেখানে যে থাকা ইজরায়েলি হিংস্র বাসিন্দারা এক অ্যাম্বুল্যান্সচালককেও মেরে ফেলেন। জখম প্যালেস্তিনীয়দের চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছিলেন তিনি। সব মিলিয়ে নৃশংসতার চরম পর্যায়ে । তার মধ্যে ইরান-ইজরায়েল সম্পর্কের বর্তমান পরিস্থিতি।
মধ্যপ্রাচ্য উত্তপ্ত হয়েছে। এদিকে আমেরিকার তরফ থেকে ইজরায়েলকে আর এক প্রস্ত আর্থিক অনুদানের বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে। যদিও অনুদানে খুশি ইসরায়েল।
আরও পড়ুন- পরমাণু বোমা তৈরির দ্বারপ্রান্তে ইরান
0 মন্তব্যসমূহ