বিবি নিউজ ডেস্ক:- মঙ্গলবার ইন্দোনেশিয়ার ইসলামী বিষয়ক উপমন্ত্রী সাইফুল রহমত দাসুকি চাঁদ দেখা যাওয়ায় ঘোষণা দেন। ফলে তাদের ২৯ রোজা সমাপ্ত হয়ে চাঁদ দেখা গেলো। এ বছর ইন্দোনেশিয়ায় রোজা পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে মঙ্গলবার দেশটিতে রমজানের ২৯তম দিন ছিল।
এদিকে দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানে মঙ্গলবার (৯ এপ্রিল) পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে বুধবার (১০ এপ্রিল) দেশটিতে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।
ভারতের কিছু অঞ্চলের শাওয়ালের চাঁদ দেখা যাওয়ায় তিন রাজ্যে বুধবার ঈদ হবে।
অন্যদিকে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের বিভিন্ন দেশে রোজা ৩০টি হলেও মালয়েশিয়ায়ও এবার রোজা হয়েছে ২৯টি।
৩০ রোজা পূর্ণ হয়েছে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, ইয়েমেন, ইরাক, লেবানন, সিরিয়া, বাহরাইন ও যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনেও। সৌদি আরবের সঙ্গে ঈদ উদযাপন করবে এই দেশগুলো।
0 মন্তব্যসমূহ