Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে আসছে মেটার চ্যাটবট

ai in whatsapp

BB NEWS DESK-

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি কাজে লাগিয়ে স্বচ্ছন্দে তথ্য খোঁজার পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি দ্রুত ব্যবহারের সুযোগ দিতে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে নিজেদের তৈরি এআই চ্যাটবট যুক্ত করতে যাচ্ছে মেটা। ‘মেটা এআই’ নামের চ্যাটবটটির মাধ্যমে অনলাইন থেকে বিভিন্ন তথ্য খুঁজে পাওয়ার পাশাপাশি পছন্দমতো এআই স্টিকার ও ছবি তৈরি করা যাবে। প্রাথমিকভাবে এ সুবিধা হোয়াটসঅ্যাপের নির্দিষ্টসংখ্যক ব্যবহারকারীর ওপর পরীক্ষা করা হচ্ছে বলে জানিয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন সুবিধা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ডব্লিউআবেটাইনফো।

ডব্লিউআবেটাইনফোর তথ্যমতে, গত বছর কানেক্ট সম্মেলনে ‘মেটা এআই’ নামের এআই চ্যাটবট বা ভার্চ্যুয়াল সহকারী তৈরির ঘোষণা দিয়েছিল ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। ‘এললামা টু’ প্রযুক্তিসুবিধার এই চ্যাটবট মানুষের সঙ্গে কথোপকথনের পাশাপাশি বিং সার্চ ইঞ্জিনের মাধ্যমে ইন্টারনেট থেকে তাৎক্ষণিক তথ্য খুঁজে দিতে পারে। শুরুতে চ্যাটবটটি হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামে যুক্ত করা হবে।

জানা গেছে, হোয়াটসঅ্যাপের সার্চ বার এবং ইনস্টাগ্রামের ডিরেক্ট মেসেজ অপশন থেকে সরাসরি মেটা এআই চ্যাটবট ব্যবহার করা যাবে। ফলে সহজেই চ্যাটবটটির বিভিন্ন সুবিধা চালু বা বন্ধের সুযোগ মিলবে। অ্যান্ড্রয়েডের পাশাপাশি আইওএস অপারেটিং সিস্টেমে চলা সব যন্ত্রে চ্যাটবটটি ব্যবহার করা যাবে।

হোয়াটসঅ্যাপের সার্চ বারে এআই চ্যাটবট চালু হলে ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা নষ্ট হবে বলে ধারণা করেছেন অনেকেই। তবে মেটা জানিয়েছে, হোয়াটসঅ্যাপের সার্চ বারে যেসব প্রশ্ন বা তথ্য জানতে চাওয়া হবে, সেগুলো গোপন রাখা হবে। ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।

আরও পড়ুন- জানেন কি বাইকে টিক টিক শব্দ কেন হয়? সহজ ব্যাপার ভেবে এড়িয়ে গেলেই বিপদ!

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ