তাইওয়ানে ভূমিকম্পে টানেলে আটকে ১২৭ জন
তাইওয়ানের পূর্ব উপকূলে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসপ্রাপ্ত একটি ট্যানেলের মধ্যে এখনও আটকা পড়ে আছেন ১২৭ জন মানুষ। আটকে পড়াদের উদ্ধার করতে সেখানে অভিযান অব্যাহত রেখেছেন উদ্ধারকারী দল। খবর বিবিসির।
মঙ্গলবার ( ৩ এপ্রিল) দ্বীপটিতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। এতে ৯ জন নিহত হন। আহত হন ৮শ জনেরও বেশি।
ভূমিকম্পের কেন্দ্র ছিল হুয়ালিয়েন শহর থেকে ১৮ কিলোমিটার দক্ষিণে। তবে ১০০ কিলোমিটারেরও বেশি দূরে রাজধানী তাইপেতে শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।
তাইওয়ানের ইতিহাসে ২৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প এটি। ভূমিকম্পের পরে জাপান এবং ফিলিপিন্সে সুনামি সতর্কতা জারি করা হয়।
ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে হুয়ালিয়েন শহরটি। এখানকার বেশিরভাগ ভবন ধসে পড়েছে। রাস্তাঘাট ও ট্রেন লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যন্ত অঞ্চলগুলোর সঙ্গে তাইওয়ানের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।
হুয়ালিয়েনের রাস্তার পাশে জিনওয়েন এবং কিংশুই টানেলে আটকে পড়াদের উদ্ধার তৎপরতা চলছে। ছবিতে দেখা যায় কিংশুই টানেলের বাইরের রাস্তাটি পুরোপুরি ধসে পড়েছে।
এখনও এটা স্পষ্ট নয় যে আটকে পড়াদের কতক্ষণ ভেতরে থাকতে হবে । তাদের খাবার, জল আছে কিনা বা বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করতে পারছে কিনা তাও পরিষ্কার জানা যায়নি।
আরও পড়ুন- দুদিন নিখোঁজ থাকার পর ঘরে চেয়ারে বসা অবস্থায় উদ্ধার যুবকের পচা*গলা দেহ!
0 মন্তব্যসমূহ