Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

সাময়িক ছাড় দিলো ইজরায়েল, গাজায় প্রতিদিন ৩৫০ ত্রাণবাহী ট্রাক ঢুকবে

israel vs hamas
বিবি নিউজ ডেস্ক: অবরুদ্ধ গাজা উপত্যকায় প্রতিদিন ৩৫০টি ত্রাণবাহী ট্রাক ঢুকবে দেবে ইজরায়েল। এতোদিন কার্যত বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রাখার পরে এই ঘোষণা দিয়েছে ইসরায়েলের মন্ত্রিসভা। 

শুক্রবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানায়। ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা জানিয়েছে, কারেম আবু সালেম (কারেম শালোম) ক্রসিং দিয়ে দক্ষিণ ইসরায়েলের মধ্য দিয়ে গাজায় ২৫০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করবে। আর ১০০টি ত্রাণবাহী ট্রাক মিসরের রাফাহ সীমান্ত ক্রসিং দিয়ে প্রবেশ করবে। ইসরায়েল ঘোষণা দিয়ে বলেছে, উত্তর গাজায় বেইট হানুন (ইরেজ) ক্রসিং খুলবে। এছাড়া আশদোদ বন্দরের মাধ্যমে সাময়িক সহায়তা সরবরাহের অনুমতি দেবে। উল্লেখ্য কয়েকমাস গাজাকে ধ্বংসস্তুপে পরিনত করেছে ইসরায়েল। 

হাজার হাজার নারী ও শিশুর মৃত্যু হয়েছে। আহত অসংখ্য। লক্ষ লক্ষ মানুষ গৃহহীন হয়েছে। খাদ্যের জন্য হাহাকার গোটা গাজা জুড়ে। দুনিয়া জুড়ে সমালোচনার ঝড় বয়ে যায়। সেজন্য এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ