BB NEWS:
ডিএ মামলা সুপ্রিম কোর্ট-
আরও অপেক্ষা বাড়ল, আজও সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি হল না। ফলে হতাশ রাজ্যের সরকারি কর্মীরা। সোমবার এই মামলার শুনানি ছিল বিচারপতি হৃষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রর ডিভিশন বেঞ্চে।
৬০ নম্বর মামলা হিসেবে নথিভুক্ত ছিল রাজ্যের ডিএ মামলা। মামলার স্টেটাস ছিল 'ফাইনাল ডিসপোজাল'। তবে এদিনও এই মামলাটি ওঠেনি।
সুপ্রিম কোর্ট সূত্রে খবর, ৩৯ নম্বর মামলা ওঠার পরই বিচারকরা আর বসেন নি। ফলে রাজ্যের ডিএ মামলা ওঠারই সুযোগ পায়নি কোর্টে। তবে সূত্রের খবর, মামলার পরবর্তী শুনানি হতে পারে এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে।
এর আগে মামলাটি ১০-এরও বেশি বার শুনানির জন্য উঠেছে। তার মধ্যে মাত্র এক বারই দীর্ঘ সময়ের জন্য মামলাটি শোনা হয়। এদিনও মামলাটি না ওঠায় হতাশ রাজ্যের সরকারি কর্মীরা।
২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়। তারপর একের পর এক দিন সুপ্রিম কোর্টের তরফে দেওয়া হলেও শুনানি হয়নি বলে অভিযোগ।
আজ, সোমবার এই মামলা ওঠার আগে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে মামলাটি উঠেছিল। সেদিনও শুনানি হয়নি।
0 মন্তব্যসমূহ