প্রতিবন্ধীকে কোলে নিয়ে কাবা শরীফ দেখালেন সৌদি পুলিশ
বিবি নিউজ ডেস্ক:-
শারীরিক প্রতিবন্ধকতার কারণে ও উঁচু বেড়া থাকায় পবিত্র কাবা শরীফ দেখতে পাচ্ছিলেন না এক ব্যক্তি। দৃশ্যটি দেখতে পান সেখানে দায়িত্বরত এক সৌদি পুলিশ সদস্য। এরপর ওই ব্যক্তিকে কোলে নিয়ে কাবা শরীফ দেখান তিনি। এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
শুক্রবার (২৯ মার্চ) গালফ নিউজ জানায়, ওই ব্যক্তি মক্কায় ওমরাহ পালন করতে গিয়েছিলেন। কেউ একজন তাকে কোলে নিয়ে কাবা শরীফ দেখানোর মুহূর্তটি ধারণ করেন, যা পরে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখার পর সাধারণ মানুষ ওই পুলিশ সদস্যের প্রশংসা করেছেন।
পবিত্র রমজান মাসে হাজার হাজার মানুষ ওমরাহ পালন করতে মক্কায় যান। বছরের অন্য সময়ের চেয়ে রমজানে মুসলিমদের বেশি আনাগোনা থাকে কাবায়। সেখানে তারা যেন নির্বিঘ্নে নামাজ আদায় ও ওমরাহ পালন করতে পারেন সেজন্য বিভিন্ন উদ্যোগ নিয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
এবার ভিড় সামাল দিতে রমজানে একজন মুসল্লিকে শুধুমাত্র একবারই ওমরাহ পালন করার অনুমতি দিচ্ছে দেশটি।
আরও পড়ুন- ইতিহাস সৃষ্টি করে বাংলাদেশে মসজিদ নির্মাণ করল হিজড়া সম্প্রদায়, রাখলেন ইমামও
0 মন্তব্যসমূহ