Raghuram Rajan called Modi's idea of a better India a 'stupid idea'
বিবি নিউজ ডেস্ক:-
স্বাধীনতার একশো বছরে অর্থাৎ ২০৪৭ সালের মধ্যে ভারত উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের সারিতে পৌঁছে যাবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাধিকবার এমন দাবি করে আসছেন। প্রধানমন্ত্রীর এই দাবিকে ‘নির্বোধের মতো ভাবনা’ বলে উড়িয়ে দিলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর তথা বিশিষ্ট অর্থনীতিবিদ রঘুরাম রাজন।
এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেওয়ার সময় রঘুরাম রাজন জানান, দেশে শ্রমশক্তি ক্রমবর্ধমান। কিন্তু তাদের কাছে কাজ নেই। এই শ্রমশক্তি দেশকে তখনই লভ্যাংশ দেবে, যখন তারা ভাল চাকরি পাবে।
মোদী সরকারের এই দাবিকে 'নির্বোধের মতো ভাবনা’ বলে কটাক্ষ করে রাজন জানান, দেশের এত শিশু যখন স্কুলের উঁচু ক্লাসে পড়ার সুযোগ পাচ্ছে না এবং স্কুলছুটের হার যখন এত বেশি, তখন এই ধরণের দাবি নির্বোধের মতো ভাবনা ছাড়া আর কিছু হতে পারে না।“
তাঁর মতে, “ভারতে পরিকাঠামো ক্ষেত্রে গুরুতর সমস্যা রয়েছে। প্রকৃত উন্নয়নের সম্ভাবনাকে কাজে লাগাতে হলে আগে সেই সমস্যা কাটিয়ে উঠতে হবে। এক্ষেত্রে ভারতের সামনে সবথেকে বড় চ্যালেঞ্জ হলো শিক্ষার উন্নতি ঘটানো এবং শ্রমশক্তির দক্ষতা বাড়ানো।“
পাশাপাশি, এদিন মোদী সরকারের ভারতের অর্থনীতির উন্নতি নিয়েও প্রশ্ন তুলেছেন রঘুরাম রাজন। তাঁর প্রশ্ন, “চিপ তৈরি শিল্প নিয়ে ভারত মাথা ঘামাচ্ছে, যা ভারতের সম্মান বাড়াবে। কিন্তু চিপ তৈরির শিল্পকে স্থায়ী রূপ দিতে পারে যে শ্রমশক্তি, তাকে বাদ দিয়ে ভাবা হচ্ছে।“
ওই সাক্ষাৎকারে রাজনকে প্রশ্ন করা হয়, ভারত চীন থেকে কী শিক্ষা নিতে পারে? এর উত্তরে অর্থনীতিবিদ জানান, “চীনের প্রাক্তন নেতা দেঙ জিয়াওপিড বলেছিলেন- বেড়াল সাদা কি কালো, তা বিবেচ্য নয়। দেখা দরকার, সে ইঁদুর ধরতে পারে কি না। ভারতকে চীনের থেকে এটাই শেখা উচিত।“
আরও পড়ুন- পর্যুদস্ত এবিভিপি! তিন দশক পর জেএনইউ ছাত্র সংসদে ফের দলিত সভাপতি
0 মন্তব্যসমূহ