বিবি নিউজ ডেস্ক:- দুই নতুন অধিনায়কের নেতৃত্বে আজ মুখোমুখি হচ্ছে গতবারের দুই ফাইনালিস্ট চেন্নাই ও গুজরাট। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে নামবে রানার্স গুজরাত টাইটান্স। গুজরাতের এবার নতুন অধিনায়ক শুভমান গিল। এদিকে মহেন্দ্র সিং ধোনি চেন্নাইয়েক অধিনায়ক থেকে সরে দাঁড়ানোর পর দলকে নেতৃত্ব দিচ্ছেন রুতুরাজ গাইকোয়াড়।
নতুন নেতৃত্ব দিয়ে দুই অধিনায়কই প্রথম ম্যাচই জিতেছে। শুভমান গিলের নেতৃত্বে জিতেছে গুজরাত টাইটান্স। এদিকে আরসিবিকে হারিয়ে আইপিএল অভিযান শুরু করেছে চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার এই ম্যাচে গত ফাইনালের বদলা নিতে তৈরি গুজরাত টাইটান্স।
চেন্নাই দলের দুই পেসারের দিকে তাকিয়ে আছে। মুস্তাফিজুর রহমান গত ম্যাচে ৪ উইকেট পেয়েছেন। তুষার দেশপান্ডেও ভাল ফর্মে আছেন। এদিকে দীনেশ কার্তিক ও অনুজ রাওয়াতও ফর্মে আছেন। আইপিএলে প্রথম খেলতে নেমেই দারুণ ব্যাটিং করলেন রাচিন রবীন্দ্রও। গুজরাতের বিরুদ্ধে চেন্নাই টিমে ফিরতে পারেন মাথিসা পাথিরানা যিনি প্রথম ম্যাচে খেলতে পারেননি।
এদিকে ওপেনিংয়ে ঋদ্ধিমান সাহা ও শুভমান গিল জুটিতেই ভরসা রাখছে গুজরাত টাইটান্স। মিডল অর্ডারে ডেভিড মিলার, রাহুল টেওটিয়া, ওমরজাইও চেন্নাই ম্যাচে রানের খোঁজে থাকবেন। মুম্বই ম্যাচে বড় রান পেয়েছেন সাই সুদর্শন। মঙ্গলবার একই ফর্ম ধরে রাখার চেষ্টা করবেন তিনি। টি টোয়েন্টি স্পেশালিষ্ট রশিদ খানেও আস্থা গুজরাটের। সব মিলিয়ে একটা মহারণে দুই প্রতিদ্বন্দ্বী দল।
আরও পড়ুন- মুশির খানের ৩৮ বলে ধ্বংসাত্মক শতরান
0 মন্তব্যসমূহ