বিবি নিউজ ডেস্ক:- রাশিয়ার রাজধানী মস্কোয় কনসার্ট হলে মুখোশ পরা বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জন হয়েছে। আহত শতাধিক মানুষ। রুশ তদন্ত কমিটির বরাতে এ তথ্য জানিয়েছে বিবিসি।
স্থানীয় সময় শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় মস্কোর ক্রোকাস সিটি হলে এই হামলার ঘটনা ঘটে। এ সময় বন্দুকধারীরা কনসার্ট হলে ঢুকে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে ভিড়ের মধ্যে এলোপাতাড়ি গুলি চালায়।
রুশ সংবাদমাধ্যমগুলোর খবর, হামলাকারীরা গুলি করার পাশাপাশি বিস্ফোরক ব্যবহার করেছে। এতে ক্রোকাস সিটি হলে আগুন ধরে যায়। ধসে পড়েছে হলের ছাদ।
এর আগে রাশিয়ার কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা জানিয়েছিল, এ হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। আহত হয়েছে শতাধিক মানুষ। পরে মৃত সংখ্যা বেড়ে হলো ৬০ জন।
আরও পড়ুন- ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া
এদিকে এই হামলার দায় স্বীকার করলো আইএস, যদিও সত্যতা যাচাই করা হয়নি। ঘটনায় জড়িতদের ছাড়া হবেনা বলে তীব্র হুশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেন দাবী করছে পুতিনের নির্দেশে জঙ্গি হামলা চালিয়ে দায় অন্যের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে।
0 মন্তব্যসমূহ