বিবি নিউজঃ ভারত নেপাল সীমান্তের পানি ট্যাংকিতে আজ সকাল চারটে নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ড তে পশ্চিমীভূত হয়ে গেল ১৮টি দোকান।
কিভাবে এই অগ্নিকাণ্ড সঠিক কারণ জানা না গেলেও স্থানীয়দের সন্দেহ শর্ট-সার্কিনের কারণেই অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে।
আগুনের ভয়াবহতা এতটাই ছিল যে শিলিগুড়ি, মাটিগাড়া এবং মেচি থেকে দমকলের কর্মীরা এসে আগুন নেভানোর কাজ শুরু করে।
এছাড়াও এসএসবি র জাবানেরাও আগুন নেভানোর কাজে হাত লাগায়। ব্যবসাহী সূত্রে জানা গিয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে কয়েক কোটি টাকার সামগ্রী জলে ভষ্মভূত হয়ে গিয়েছে।
দেখুন সেই ভিডিও
আরও পড়ুন- মুখ্যমন্ত্রীর ঘোষণাই সার, ৭০০ আন-এডেড মাদ্রাসার অনুমোদন আটকে
0 মন্তব্যসমূহ