Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

মন্ত্রী চন্দ্রনাথের বাড়িতে মিলল নগদ ৪১ লক্ষ, বাজেয়াপ্ত করল ইডি

chandranath sinha

BB NEWS:

রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে নগদ ৪১ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে ইডি সূত্রে দাবি করা হল৷ গতকালই মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের সূত্রে হানা দেয় ই়ডি-র একটি দল৷ 

মন্ত্রী চন্দ্রনাথ সিনহার বোলপুরের বাড়িতে শুক্রবার সকাল থেকে প্রায় ১৪ ঘণ্টা তল্লাশি চলে৷ ইডি সূত্রে দাবি, সেই তল্লাশিতেই ৪১ লক্ষ নগদ টাকা উদ্ধার হয়৷

আরও পড়ুন- রাশিয়ায় বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৬০ জন

ইডি সূত্রে দাবি, কেন এই বিপুল পরিমাণ টাকা তাঁর বাড়িতে ছিল সে বিষয়ে যথাযথ উত্তর দিতে পারেননি রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা৷ এর পরেই ওই টাকা বাডেয়াপ্ত করে ইডি৷ 

নগদ টাকা ছাড়াও মন্ত্রীর ফোন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা৷ যদিও কেন তাঁর বাড়িতে এত টাকা ছিল, তা নিয়ে কোনও প্রতিক্রিয়া দেননি চন্দ্রনাথ সিনহা৷

আরও পড়ুন- তৃণমূলের আমলে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষাদপ্তর অযোগ্যদের কবলে

গতকালই ইডি তল্লাশি শুরু হওয়ার পর মন্ত্রী চন্দ্রনাথ সিনহা দাবি করেছিলেন, কেন তাঁর বাড়িতে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকরা তল্লাশিতে এসেছেন, তা তাঁর কাছে স্পষ্ট নয়৷ তবে তদন্তে সবরকম সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন চন্দ্রনাথ৷

নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নগদ উদ্ধারের ঘটনা অবশ্য নতুন কিছু নয়৷ এর আগে ২০২২ সালে নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে নগদ প্রায় ৫০ কোটি টাকা উদ্ধার করে ইডি৷

আরও পড়ুন- মুস্তাফিজুরের ৪ উইকেট, আরসিবি টার্গেট দিলো ১৭৪ রান

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ