Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

রমজানের প্রথম দশকে কোটি মুসল্লির নামাজ আদায় মসজিদে নববীতে

bengalbreakingnews

বিবি নিউজ ডেস্ক:- সৌদি আরবের মদিনা হলো নবীর শহর। আরবি ভাষায় যাকে বলা হয় মদিনাতুন নবী। এই মদিনা শহরের প্রাণকেন্দ্রে মসজিদে নববী অবস্থিত। ইসলাম ধর্মের পবিত্র স্থানগুলোর মধ্যে এই মসজিদ অন্যতম। 

তাই প্রতি বছর রমজান এলেই মসজিদে নববীতে মুসল্লিদের উপস্থিতি বহুগুণ বেড়ে যায়। এবারও এর ব্যতিক্রম হয়নি। রমজানের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। তার মানে হলো রহমতের ১০ দিনের প্রতিদিন ১০ লাখ করে মানুষ পবিত্র এই মসজিদে নামাজ আদায় করেছেন। খবর গাল্ফ নিউজের।

পবিত্র কাবা ও মসজিদে নববীর রক্ষক সৌদি জেনারেল অথরিটি জানিয়েছে, রমজানের প্রথম ১০ দিনে এক কোটির বেশি মুসল্লি মসজিদে নববীতে নামাজ আদায় করেছেন। সবার মসজিদে আগমন সহজ এবং মুসল্লিরা যেন সুখকর অভিজ্ঞতা নিয়ে ফিরে যেতে পারেন সেটা নিশ্চিত করতে উন্নতমানের সেবা দেওয়া হয়েছে।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, রমজানের প্রথম ১০ দিনে মোট ৯৮ লাখ ১৮ হাজার ৪৭৪ জন মুসল্লি মসজিদে নববিতে নামাজ আদায় করেছেন। হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র রওজা মোবারক জিয়ারত করেছেন আরও ৭ লাখ ৩৯ হাজার ৭০২ জন ধর্মপ্রাণ মানুষ।

এ ছাড়া এ সময় প্রায় দুই লাখ বোতল জমজমের পানি বিতরণ করা হয়েছে। ৩০ লাখের মতো রোজাদারকে ইফতার দেওয়া হয়েছে।

আরও পড়ুন- মাদ্রাসায় পড়লে বাঙালি মুসলিমদের মিলবেনা 'স্বদেশি' তকমা! কড়া শর্তারোপ হিমন্ত বিশ্ব শর্মার

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ