Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

BMW G 310 GS: মাত্র 7 হাজার মাসিক কিস্তিতে স্পোর্টস বাইক নিয়ে হাজির BMW

bmw bike

BB NEWS:

BMW G 310 GS এডভেঞ্চার ট্যুরিং বিভাগের এক দুর্দান্ত মোটরসাইকেল। পাহাড়ের একঘেয়েমি, জঙ্গলের রুক্ষ রাস্তা, কিংবা শহরের চেনা চৌকাঠি - যে কোনো ধরণের পথই হোক না কেন, G 310 GS সব জায়গায় আপনার নি dependable সঙ্গী হয়ে উঠবে।

BMW G 310 GS বাইকের স্পেসিফিকেশন

এই বাইকে 313cc সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ ওয়াটার আর অয়েল কুল্ড DOHC ইঞ্জিন রয়েছে। যা 7500 rpm-এ 28 Nm টর্ক আর 9250 rpm এ 33.52 bhp শক্তি উৎপাদন করে। এতে রয়েছে ম্যানুয়াল ট্রান্সমিশন। এই বাইকে রয়েছে 0.096 kWh ব্যাটারি ক্যাপাসিটি। 

প্রতি চার্জে 330 কিলোমিটার পথ যেতে পারে এটি। এই বাইকের ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 11 লিটার। এই বাইকে সুরক্ষার জন্য রয়েছে ডুয়েল চ্যানেল এন্টি-লক ব্রেকিং সিস্টেম। প্রতি ঘন্টায় 143 কিলোমিটার পথ যেতে পারে এই বাইক। 

এই অ্যাডভেঞ্চার বাইকে রয়েছে টিউবলার স্পেস ফ্রেম। BMW G 310 GS মডেলে রয়েছে অ্যালয় হুইল। এছাড়া রয়েছে ডিজিটাল টেকোমিটার আর ডিজিটাল ওডোমিটার।

এই মডেলের পিছনে রয়েছে প্রিলোড এডজাস্টার সাসপেনশন। এর সামনের চাকার সাইজ 19 ইঞ্চি। এছাড়া এর সামনে রয়েছে 4 পিস্তন আর পিছনে রয়েছে সিঙ্গেল পিস্তন কেলিপার। BMW G 310 GS বাইকের সামনে 41 মিলিমিটারের আপ-সাইড ডাউন ফোর্ক আর পিছনে কাস্ট অ্যালুমিনিয়াম ডুয়েল সুইং আর্ম রয়েছে। 

বাইকটির সামনে 110/80 আর পিছনে 150/70 টিউবলেস টায়ার রয়েছে। সুরক্ষার জন্য সামনের ও পিছনের চাকায় 240 মিলিমিটারের ডিস্ক ব্রেক রয়েছে।

আরও পড়ুন- Realme GT 5 Pro: সত্যিই কি ফ্ল্যাগশিপ কিলার?

BMW G 310 GS বাইকের ফিচারস

BMW G 310 GS অ্যাডভেঞ্চার বাইকে লো ব্যাটারি ইন্ডিকেটর, অ্যাভারেজ স্পিড ইন্ডিকেটর, বিলিয়ন ফুট রেস্ট, ডিজিটাল কনসোল, ইলেকট্রিক স্টার্ট ইত্যাদি ফিচার রয়েছে। এছাড়া সুরক্ষার দিকে কোম্পানি সম্পূর্ণ খেয়াল রেখেছে। তাই এই বাইকে যুক্ত করেছে রেডিয়াল টায়ার, হ্যাজার্ড ওয়ার ওয়ারনিং ইন্ডিকেটর, মাল্টি ডিস্ক ওয়েট ক্লাচ ইত্যাদি।

BMW G 310 GS বাইকের ডাইমেনশন

এই বাইকে রয়েছে 80 মিলিমিটার বোর আর 62.1 মিলিমিটার স্ট্রোক। এর দৈর্ঘ্য 2075 মিলিমিটার, প্রস্থ 880 মিলিমিটার, উচ্চতা 1230 মিলিমিটার, হুইলবেস 1420 মিলিমিটার আর গ্রাউন্ড ক্লিয়ারেন্স 220 মিলিমিটার। এই বাইকের সিটের উচ্চতা 835 মিলিমিটার।

BMW G 310 GS বাইকের প্রতিযোগী

লঞ্চ হওয়ার পর এই মডেলটির প্রতিযোগিতা হবে KTM 390 Adventure, Zontes 350T, zontes 350X, Benelli TRK 251, KTM Adventure 250, Suzuki V-Strom SX 250, Royal Enfield Continental GT 650, Hero Xpulse 200 4V, Honda CB 200X, KTM 390 Duke।

BMW G 310 GS বাইকের দাম

দিল্লিতে BMW G 310 GS অ্যাডভেঞ্চার বাইকের অন রোড প্রাইস শুরু হচ্ছে 3.72 লাখ টাকা থেকে। যার এক্স শোরুম মূল্য 3.30 লাখ টাকা, RTO চার্জ 26 হাজার 400 টাকা, ইন্সুরেন্স 15 হাজার 500 টাকা। এটি আপনার সাতটি আলাদা রঙে পেয়ে যাবেন। নগদের পরিবর্তে ফাইন্যান্স প্ল্যানেও এটি কেনা যাবে।

দিল্লিতে BMW G 310 GS বাইকের ফাইন্যান্স প্ল্যান শুরু হচ্ছে 6,687 টাকা থেকে। 60 মাসের জন্য 8.5 শতাংশ হারে সুদ দিতে হবে আপনাদের। সেক্ষেত্রে মোট এক্স শোরুম মূল্য দাঁড়াবে 3 লাখ 34 হাজার 719 টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ