বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ!
বিবি নিউজ ডেস্ক:- বাংলার জন্য দ্বিতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল বিজেপি। রবিবার ১৯টি আসনের জন্য প্রার্থীদের নামের তালিকা দেওয়া হল। তাতে একেরপর এক চমক দিলো তারা। প্রত্যাশা মতই তমলুকে প্রার্থী হয়েছেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
এদিকে দিলীপ ঘোষের কেন্দ্রবদল করা হয়েছে। আবার কৃষ্ণনগরে মহুয়ার বিরুদ্ধে প্রার্থী করা হয়েছে রাজমাতাকে। অন্যদিকে উত্তর কলকাতায় প্রার্থী হলেন সদ্য তৃণমূল ছেড়ে আসা তাপস রায়। বারাকপুরে প্রার্থী হলেন অর্জুন সিং।
উল্লেখযোগ্য ভাবে কলকাতা উত্তর থেকে বিজেপির প্রার্থী হয়েছেন তাপস রায়। ভোটের ঠিক আগেই তাপস যোগ দেন বিজেপিতে। উত্তর কলকাতার তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে তিনি যোগ দেন গেরুয়া শিবিরে। এবার ভোটের ময়দানে পরস্পরের মুখোমুখি তারা।
রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষের কেন্দ্র নিয়ে জল্পনা ছিল। দিলীপের কেন্দ্রবদল হয়েছে। তাঁকে পাঠানো হয়েছে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে। যেখানে গতবার অল্পের ব্যবধানে জিতেছিলেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়া। কেন্দ্র বদল হতেই দিলীপ ঘোষ বলেন পার্টিকে বলেছিলাম আট বছর যে মানুষের সাথে আছি সেই কেন্দ্রে প্রার্থী হতে। তারপরও তিনি লড়াইয়ে আত্মবিশ্বাসী।
আর দিলীপের কেন্দ্র মেদিনীপুরে প্রার্থী হয়েছেন আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পাল। বিধানসভায় সায়নী ঘোষকে পরাজিত করেন। জুন মালিয়ার বিরুদ্ধে তাকেই সামনে এগিয়ে দেওয়া হলো।
জলপাইগুড়ি ও রায়গঞ্জে গতবারের সাংসদদেরও প্রার্থী করা হয়েছে। রায়গঞ্জে সাংসদ দেবশ্রী চৌধুরীকে এবার টকিট দেওয়া হয়েছে দক্ষিণ কলকাতায়। অন্যদিকে রায়গঞ্জে কার্তিক পালকে প্রার্থী করেছে বিজেপি।
আলোচনার কেন্দ্রবিন্দু বারাকপুরের বিদায়ী সাংসদ অর্জুন সিং গতবার জিতেছিলেন বিজেপির টিকিটে। ২০২১ সালের পর যোগ দেন তৃণমূলে। লোকসভা ভোটের আগে তাঁর প্রত্যাবর্তন হয়েছে বিজেপিতে। বারাকপুরে ফের তিনি বিজেপি প্রার্থী।
তালিকার সবচেয়ে বড় চমক বসিরহাটে। ওই কেন্দ্রে মহম্মদ শামিকে প্রার্থী করা হতে পারে বলে জল্পনা চলছিল। তবে সন্দেশখালির গৃহবধূ রেখা পাত্রকে প্রার্থী করল বিজেপি। তিনিই শিবু হাজরাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিলেন।
বিজেপির প্রার্থী তালিকা:-
- দার্জিলিং- রাজু বিস্তা
- জলপাইগুড়ি- জয়ন্ত রায়
- রায়গঞ্জ- কার্তিক পাল
- জঙ্গিপুর- ধনঞ্জয় ঘোষ
- কৃষ্ণনগর- রাজমাতা অমৃতা রায়
- বারাকপুর- অর্জুন সিং
- দমদম- শীলভদ্র দত্ত
- বারাসত- স্বপন মজুমদার
- বসিরহাট- রেখা পাত্র
- মথুরাপুর- অশোক পুরকায়েত
- কলকাতা দক্ষিণ- দেবশ্রী চৌধুরী
- কলকাতা উত্তর- তাপস রায়
- উলুবেড়িয়া- অরুণ উদয় পাল চৌধুরী
- শ্রীরামপুর- কবিরশঙ্কর বোস
- আরামবাগ- অরূপকান্তি দিগর
- তমলুক- অভিজিৎ গঙ্গোপাধ্যায়
- মেদিনীপুর- অগ্নিমিত্রা পল
- বর্ধমান পূর্ব- অসীমকুমার সরকার
- বর্ধমান দুর্গাপুর- দিলীপ ঘোষ
এখনও রাজ্যের ৩ আসনে প্রার্থী ঘোষণা বাকি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড হারবার কেন্দ্রে কাউকে প্রার্থী করা হয়নি। এছাড়া শতাব্দী রায়ের বীরভূম, ঝাড়গ্রামে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এছাড়া আসনসোল কেন্দ্রে প্রার্থী করা হয়েছিল ভোজপুরী নায়ক পবন সিংকে। তবে আসানসোল থেকে লড়াই করতে চাননি পবন। সেই হিসেবে দেখতে গেলে রাজ্যের ৪ আসনে এখনও প্রার্থী ঘোষণা বাকি বিজেপির।
0 মন্তব্যসমূহ