Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

আসামে বিজেপির প্রথম মুসলিম বিধায়ক দল ছাড়লেন

bengalbreakingnews


নিজস্ব সংবাদ দাতা, বিবি নিউজ, শিলচর:- আসামে লোকসভা ভোটের আগে ফের ধাক্কা বিজেপি শিবিরে। আসাম বিজেপির প্রথম মুসলিম বিধায়ক আমিনুল হক লস্কর যোগদিলেন কংগ্রেসে। গতকাল এআইসিসির পর্যবেক্ষকের উপস্থিতিতে কংগ্রেসের পতাকা হাতে তুলে নিয়ে আমিনুল জানিয়েছেন, “মানুষের স্বার্থে এই পদক্ষেপ।“

২০১৬ সালের বিধানসভা ভোটে আসামের শিলচরের সোনাই কেন্দ্র থেকে বিজেপির প্রতীকে জিতেছিলেন আমিনুল হক লস্কর। কিন্তু ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট’ (এআইইউডিএফ) কাছে হেরে যান তিনি। এরপর আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তাঁকে সে রাজ্যের সংখ্যালঘু কমিশনের চেয়ারপার্সন নিয়োগ করেছিল।

গতকাল  বিজেপি থেকে কংগ্রেসে যোগদানের পর আমিনুল বলেন, ‘‘আমি গত ১৩ বছর ধরে বিজেপি করেছি। কিন্তু অসমে বিজেপি তার রাজনৈতিক আদর্শ হারিয়েছে। অসম এবং অসমবাসীর স্বার্থে তাই এই সিদ্ধান্ত নিলাম।’’লোকসভা ভোটের আগে আমিনুলের কংগ্রেস যোগ আসামে কংগ্রেসের জন্য বাড়তি সুবিধা জোগাবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, গত শুক্রবার গুঞ্জন উঠেছিল কংগ্রেস ছাড়ছেন আসামের সাংসদ আব্দুল খালেক। তিনি নাকি তাঁর ইস্তফা পত্র কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের কাছে পাঠিয়েও দিয়েছিলেন। তবে বুধবার সিদ্ধান্ত বদল করেন তিনি। দিল্লিতে সনিয়া গান্ধী এবং খড়্গের সঙ্গে বৈঠকের পরে তিনি বলেছিলেন, ‘‘আমি কংগ্রেসে রয়েছি। কংগ্রেসেই থাকব।’’

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ