Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

বসিরহাটে আই,এস,এফ টিকিট দিলো লড়াকু প্রাক্তন ছাত্র নেতা "শাহিদুল ইসলাম মোল্যাকে"! উন্মাদনা যুব-সমাজে

basirhat isf candidate



বিবি নিউজ ডেস্ক:- বসিরহাটের মতো সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় আই,এস,এফ প্রার্থী করল লড়াকু প্রাক্তন ছাত্র নেতা সাহিদুল ইসলামকে। যিনি বর্তমানে বসিরহাট আমিনিয়া সিনিয়র মাদ্রাসার প্রধান শিক্ষক। প্রার্থী ঘোষণা হতেই সংখ্যালঘু যুব সমাজে দেখা যাচ্ছে  উন্মাদনা।

সাহিদুল ইসলাম ছাত্র আন্দোলন থেকে উঠে এসে তৎকালীন সংখ্যালঘু উন্নয়ন প্রতিমন্ত্রী আব্দুস সাত্তারের হাত ধরে বাম রাজনীতিতে যোগদান করেন। তার শিক্ষাগত যোগ্যতা M.A, M.M, B.Ed

মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় তার আন্দোলন বিরাট ভূমিকা নিয়েছিল। কলকাতা আলিয়া মাদ্রাসা তালতলা ক্যাম্পাসে মুসলিম মেয়েদের কামিল ও এম,এম করার সুযোগ ছিলনা। সাহিদুল ইসলামের নেতৃত্বে আন্দোলনের ফলে মেয়েরা কলকাতায় পড়ার সুযোগ পায়। কলকাতা মাদ্রাসা কলেজকে ইউনিভার্সিটি করার জন্য তারই আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। 

আই,এস,এফ বসিরহাটে সাহিদুল ইসলামকে দিয়ে চমক দিলো তা বলার অপেক্ষা রাখেনা। প্রতিটি মুসলিম মহল্লার আলোচনার কেন্দ্রবিন্দুতে আই,এস,এফ প্রার্থী। সাহিদুল ইসলাম মাদ্রাসা ছাত্র-শিক্ষকদের অত্যন্ত পরিচিত এক নাম।

রাজনীতিতে প্রথম প্রার্থী অপরদিকে প্রতিদ্বন্দ্বী পোড়খাওয়া রাজনৈতিক নেতা হাজি নুরুল ইসলাম। বিজেপি এখনো প্রার্থী ঘোষণা করেনি বসিরহাট কেন্দ্রে। আই,এস,এফ মনে করছে সংখ্যালঘু ভোটে সাহিদুল ইসলাম ভালো প্রভাব ফেলবে। কতটা প্রভাব যে ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তা সময় বলবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ