Header Ads Widget

বি বি নিউজ
বাংলা খবর সবার আগে

শুরু হলো ৩৪ তম বর্ষের ব্রাহ্মণচক সার্বজনীন মহোৎসব

bb news

বিবি নিউজ ডেস্ক:- 

প্রতি বছরের মত হাড়োয়ার ব্রাহ্মণচক এলাকায় শুরু হয় মহোৎসব। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব দিবস উপলক্ষে ও দোল পূর্ণিমা উপলক্ষে এই ব্রাহ্মণচক এলাকায় অনুষ্ঠিত হয় মহোৎসব। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় ৩৪ তম বর্ষে এই মহোৎসব। 

এদিন ব্রাহ্মণচক শ্রীকৃষ্ণ মন্দির থেকে ৩৪ টি ঘট মাথায় নিয়ে ও ৩৪ টি পতাকা নিয়ে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রায় উপস্থিত ছিলেন মিনাখা বিধানসভার বিধায়িকা ঊষা রানী, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সদস্য তথা মিনাখা বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল সহ এলাকার কয়েক হাজার শ্রীকৃষ্ণ ভক্ত মন্ডলী।

 

দেখুন সেই ভিডিও 

এদিন ব্রাহ্মণচক এলাকার বিভিন্ন জায়গায় প্রায় ১০ কিলোমিটার পায়ে হেঁটে হয় এই শোভাযাত্রা। আগামী ২৭ তারিখ পর্যন্ত হবে বিভিন্ন ধরনের হরিনাম সংকীর্তন অনুষ্ঠান।। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে এলাকায় এখন উৎসবের আমেজ।

আরও পড়ুন- MC vsMSC আলিগড় মামলায় যুক্ত ফের কিউরেটিভেও খারিজ হলো একটা মামলা 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ